• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় আটক ২

AMZAD
প্রকাশিত ১১ মার্চ, মঙ্গলবার, ২০২৫ ০০:৩১:৩২
সিলেটে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় আটক ২

সিলেটের দক্ষিণ সুরমায় আলোচিত ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো, দক্ষিণ সুরমা থানার ভড়াউট রাজীবাড়ি এলাকার মৃত আনফর আলীর ছেলে কামাল আহম্মদ (২৫) এবং তার স্ত্রী নিনা বেগম (২০)।

গত রবিবার রাতে ঘটিকার ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মাষ্টার বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, সিলেট জেলার দক্ষিন সুরমা থানার রাজীবাড়ি ভড়াউট এলাকায় ভিকটিম খসরু মিয়ার সাথে বাড়ির জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে তার মা ও ভাইদের সাথে মনমালিন্য চলছিল। ঘটনার দিন গত ২২ ফেব্রয়ারি সকালে নাস্তা খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।