এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন সিলেটের মেডিকেল শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।
দাবির প্রতি সংহতি জানিয়ে আজ চিকিৎসকদের প্রাইভেট চেম্বারও বন্ধ রাখা হয়েছে। ইমার্জেন্সি ও আইসিইউ বিভাগ চালু থাকলেও আউটডোরের সকল চিকিৎসা সেবা বন্ধ রয়েছে, ফলে সেবা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো:
ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসকদের এই কর্মসূচিতে সবাই একমত হয়েছেন এবং সাময়িক অসুবিধার হলেও আন্দোলনটি দেশের চিকিৎসা খাতের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।