
সিলেটের একটি রাবার বাগানে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার ৩ নম্বর খাদিম নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছড়ারগাং এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। তারা হলেন—শাহপরান থানার দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া এবং উত্তর মোকামের গোলপীরের বাজার এলাকার হাসেম মিয়ার ছেলে আব্দুর রহিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মানসিক ভারসাম্যহীন। অভিযুক্তরা তাঁকে রাবার বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বাগানে কর্মরত শ্রমিকরা তাঁকে দেখতে পেলে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুইজন অপরাধের দায় স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।