
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা করা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের বাধা দিয়েছে পুলিশ। বাধার মুখে শিক্ষকরা রাস্তায় বসে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়েন, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় কদম ফোয়ারা মোড়ে এ ঘটনা ঘটে। বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির নিশ্চয়তাসহ পাঁচ দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলনের পর শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের আটকে দেয়।
দুপুর ১২টার দিকে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে শিক্ষকরা যাত্রার প্রস্তুতি নিলে পুলিশ শুরু থেকেই বাধা দেয়। পরে তারা কদম ফোয়ারা মোড়ে পৌঁছালে পুলিশ সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাদের থামিয়ে দেয়। প্রতিবাদস্বরূপ শিক্ষকরা রাস্তায় বসে যান, ফলে পল্টন থেকে প্রেস ক্লাব হয়ে হাইকোর্ট এবং মৎস্য ভবন থেকে শিক্ষা ভবনের দিকের রাস্তা বন্ধ হয়ে যায়, যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
পুলিশ পরিস্থিতি সামাল দিতে পল্টনের দিকের যানবাহনকে প্রেস ক্লাবের সামনে থেকে ইউটার্ন দিয়ে ফেরত পাঠায় এবং মৎস্য ভবনের দিকের গাড়িগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে নির্দেশ দেয়। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।
শিক্ষকদের দাবি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কেউ আসলে তবেই তারা রাস্তা ছাড়বেন।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে—
- সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করা।
- বিশেষ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ৩,০০০ টাকা শিক্ষা ভাতা চালু করা।
- শিক্ষার্থীদের মিড ডে মিল, শিক্ষা উপকরণ, খেলাধুলার সরঞ্জাম ও থেরাপি সেন্টার বাস্তবায়ন।
- ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসনের নিশ্চয়তা।