• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজার সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে শিশুসহ ৭ বাংলাদেশি আটক

AMZAD
প্রকাশিত ১২ মার্চ, বুধবার, ২০২৫ ১৪:৪১:০৬
মৌলভীবাজার সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে শিশুসহ ৭ বাংলাদেশি আটক

 

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে শিশুসহ সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন— কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা শ্রী রাম দাস কানু, শরীফপুর ইউনিয়নের সুদামা রবি দাস, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের বাসিন্দা বিনা কানু ও তার শিশুকন্যা রিথিকা কানু, অনু কানু, তনু কানু এবং তিন্নি কানু।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মানবপাচারকারী আলাল মিয়া, আমির হামজা ও সানোয়ার হোসেন এই সাতজনকে অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির লালারচক সদস্যরা পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

তিনি আরও বলেন, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছে বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা কোনো কাগজ দেখাতে পারেননি, ফলে তাদের থানায় হস্তান্তর করা হয়।