প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১২:০১ পূর্বাহ্ণ
১৫ বছরের কম বয়সীরা হজ করতে পারবে না
চলতি বছর ১৫ বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবে না। বুধবার (১২ মার্চ) হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এতে বলা হয়, ২০২৫ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো যাচ্ছে যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা এবং নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ (১৪৪৬ হিজরি) সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে, যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে।
১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Copyright © 2025 sylhetgazette.com. All rights reserved.