• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

AMZAD
প্রকাশিত ১৫ মার্চ, শনিবার, ২০২৫ ১৮:৪৫:৩১
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

 

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টায় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় প্রধান সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা হবিগঞ্জ মেডিকেল কলেজ মিলনায়তনে প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে ৪র্থ বর্ষের শিক্ষার্থী আকিব মাহমুদ বলেন, “হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মানহীনতার অভিযোগ তুলে এটি বন্ধের চেষ্টা করছেন। কিন্তু এসব অভিযোগ ভিত্তিহীন ও বৈষম্যমূলক। বর্তমানে আমাদের কলেজে প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে, যাদের জন্য ৫৫ জন শিক্ষক ও ২ জন কিউরেটর নিযুক্ত আছেন। অর্থাৎ প্রতি ৬ শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক রয়েছেন, যা শিক্ষক সংকটের অভিযোগকে ভিত্তিহীন প্রমাণ করে।”

তিনি আরও বলেন, “পূর্ববর্তী সরকারের ব্যর্থতা ঢাকতে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা এ ধ্বংসাত্মক পরিকল্পনা নিয়েছেন, যা আমাদের ভবিষ্যৎ ও মানসিক স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলেছে। আমরা এই সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরে আসার আহ্বান জানাই।”

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ২য় ব্যাচের শিক্ষার্থী রিংকু দেবনাথ, ৩য় ব্যাচের শিক্ষার্থী রিয়েল সরকার, ৪র্থ ব্যাচের শিক্ষার্থী তাসনিমুর রিয়াজসহ অন্যান্য শিক্ষার্থীরা।