• ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আবরার হত্যা মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

AMZAD
প্রকাশিত ১৬ মার্চ, রবিবার, ২০২৫ ১৫:২৬:১৩
আবরার হত্যা মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল
আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রবিবার (১৬ মার্চ) হাইকোর্টের রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা আনার জন্য ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের প্রতি যে ধারণা, এই রায়ের মাধ্যমে তা প্রতিষ্ঠিত হলো।”

তিনি আরও বলেন, “আজকের রায়ের মাধ্যমে সমাজে এই বার্তা গেলো যে, কেউ যতই শক্তিশালী হোক, সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই। ন্যায়বিচার নিশ্চিত হবে।”

অ্যাটর্নি জেনারেল বলেন, “আবরার ফাহাদের মৃত্যু এটাই প্রমাণ করে যে, ফ্যাসিজম যত শক্তিশালীই হোক, মানবতা একদিন তা পরাজিত করতে সক্ষম।”

এর আগে, বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির দণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একই সঙ্গে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ১৩ নভেম্বর ডিবি পুলিশ চার্জশিট দাখিল করে।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। ২০২২ সালের ৬ জানুয়ারি মামলার ডেথ রেফারেন্স ও নথি হাইকোর্টে আসে।