• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জামায়াতের উদ্যোগে সিলেটে শ্রমজীবী মানুষের মাঝে রিকশা বিতরণ

AMZAD
প্রকাশিত ১৬ মার্চ, রবিবার, ২০২৫ ০১:৩১:৫৬
জামায়াতের উদ্যোগে সিলেটে শ্রমজীবী মানুষের মাঝে রিকশা বিতরণ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তিনি জানান, দলটি সমাজের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় শ্রমজীবী মানুষের জন্য আত্মকর্মসংস্থান প্রকল্পের অংশ হিসেবে ১১ জন শ্রমিককে রিকশা উপহার দেওয়া হয়। এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা লক্ষ্য করেছি, একটি রিকশা পেয়ে অনেকে হালাল উপার্জনের মাধ্যমে কয়েকটি রিকশার মালিক হয়েছেন, এমনকি গ্যারেজও স্থাপন করেছেন। আশা করি, আজ যারা রিকশা পেয়েছেন, ভবিষ্যতে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন।”

তিনি আরও বলেন, জামায়াত দারিদ্র্য বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় দরিদ্র শ্রমিকদের স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে। তিনি উপস্থিতদের সৎ পথে চলার, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের, রোজা রাখার, হালাল উপার্জনের এবং পরিবারকে দ্বীনের পথে পরিচালিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।