
সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ধরতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা হামলার শিকার হয়েছেন। শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে সীমান্তে ভারতীয় গরু প্রবেশ ঠেকানোর চেষ্টা করার সময় এ হামলার ঘটনা ঘটে, যেখানে দুই বিজিবি সদস্য আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোযাবাড়ী ও বাইরাখেল দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করানোর চেষ্টা করছিল চোরাকারবারিরা। বিজিবি সদস্যরা নজরদারি চালানোর সময় তাদের ওপর হামলা করা হয়। হামলায় বিজিবি সদস্য মো. হারুনুর রশিদ (৩৫) ও মো. জমশেদ হোসেন (২৯) গুরুতর আহত হন। চোরাকারবারিরা ইট-পাথর নিক্ষেপ ও ধস্তাধস্তির পর একটি গরু বাদে বাকিগুলো নিয়ে পালিয়ে যায়।
আহত বিজিবি সদস্যদের স্থানীয়দের সহায়তায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আহত বিজিবি সদস্যরা বর্তমানে সুস্থ আছেন। হামলায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।