• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বড়লেখায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

AMZAD
প্রকাশিত ১৬ মার্চ, রবিবার, ২০২৫ ০১:৩৪:৩২
বড়লেখায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

 

মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে। দুর্ঘটনাটি উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ঘটে।

নিহত শিশুদের মধ্যে একজন হলো জাহিদ আহমদ (৬), যিনি বিওসি কেছরিগুল গ্রামের বাসিন্দা জুনেদ আহমদের ছেলে। অন্যজন তার ভাগ্না শামীম আহমদ (৮), যে নানাবাড়িতে থেকে পড়াশোনা করত।

স্থানীয়রা জানান, সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করলে পরে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব জানান, টানা দুই দিন বৃষ্টির ফলে পুকুরে পানি জমেছিল। খেলতে খেলতে পরিবারের অগোচরে তারা পানিতে পড়ে যায় এবং আর উঠতে পারেনি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।