• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ৫ কোটি টাকার হেরোইনসহ সিলেটের এক নারী গ্রেপ্তার

AMZAD
প্রকাশিত ১৬ মার্চ, রবিবার, ২০২৫ ১৫:২২:৩৯
রাজশাহীতে ৫ কোটি টাকার হেরোইনসহ সিলেটের এক নারী গ্রেপ্তার

 

সিলেটের মৌলভীবাজার থেকে রাজশাহীর গোদাগাড়ীতে এসেছিলেন তাহমিনা বেগম মিনু, উদ্দেশ্য ছিল ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন সংগ্রহ করা। তবে পুলিশের অভিযানে হেরোইনসহ তাহমিনা ও আরেক নারী গ্রেপ্তার হন।

শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সুলতানগঞ্জ এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

পুলিশ জানায়, তাহমিনা বেগম মৌলভীবাজার থেকে হেরোইন সংগ্রহ করতে গোদাগাড়ীতে এসেছিলেন। এসময় নাজমা বেগম তার কাছে মাদক হস্তান্তর করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।