• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাত কলেজের নতুন নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

AMZAD
প্রকাশিত ১৬ মার্চ, রবিবার, ২০২৫ ১৯:৫৫:০৪
সাত কলেজের নতুন নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

রাজধানীর সরকারি সাত কলেজের নতুন নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রবিবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘সাত কলেজের শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে এর অধ্যাদেশ জারি করা হবে।’’

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান বলেন, ‘‘চার ঘণ্টা আলোচনা শেষে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সাত কলেজের নতুন নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা আমাদের দীর্ঘ দিনের চাওয়া ছিল। আশা করি অতিদ্রুত আমাদের নতুন বিশ্ববিদ্যালয় মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু হবে।’’

২০১৭ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সরকারের সিদ্ধান্তের রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত করা হয়। এরপর বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দাবি তুলে সব কলেজের শিক্ষার্থীরা অধিভুক্ত বাতিলের জন্য আন্দোলন করেন।

সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।