
জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ও তাঁদের স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
সোমবার (১৭ মার্চ) গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দুই শতাধিক ব্যক্তি অংশ নেন। শহীদদের স্বজনদের পাশাপাশি, আহত ব্যক্তিরা ও স্থানীয় বিশিষ্টজনরাও এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফয়সল আহমদ চৌধুরী বলেন, “গোলাপগঞ্জের সাতজন বীর জীবন উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য। স্বৈরশাসনের গুলি তাঁদের দমাতে পারেনি। তাঁদের ত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ এবং সঞ্চালনা করেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন।
এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, জাহেদুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ, গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ অনেকে।