সিলেটে ট্রাকে করে আনা ৭৪ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকসসহ বিভিন্ন চোরাই পণ্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যানও আটক করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—বাগেরহাট জেলার রামপাল থানার পিত্যে এলাকার তরফদার জালালের ছেলে সিরাজুল ইসলাম (২৬) এবং মো. বক্কার মোল্লার ছেলে শিমুল মোল্লা (২৭)।
পুলিশ জানায়, গত রবিবার (১৬ মার্চ) রাতে শাহপরাণ থানার সুরমা গেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের পাশে অভিযান চালিয়ে হলুদ ও নীল রঙের একটি কাভার্ড ভ্যান (রেজিঃ নং- খুলনা মেট্রো-ট-১১-২০২১) আটক করা হয়। পরে ভ্যানটি তল্লাশি করে ৭৪ লাখ ৫৪ হাজার ২৪০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—
রেড বুল এনার্জি ড্রিংক: ৪,৫৩৬ পিস , নেহা ফাস্ট কালার মেহেদী: ১৪,৪০০ পিস , এসটি ব্যান্ডের চশমা: ৫,৮২০ পিস, ভারতীয় শাড়ি: ৩৫৪ পিস, ভারতীয় থ্রি-পিস: ২৭৬ পিস, ভারতীয় লেহেঙ্গা: ২৩ পিস, ভারতীয় শিশুদের টু-পিস জামা: ৪২ পিস
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।