গাজায় ইসরাইলি বাহিনীর ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হত্যার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখা। এ সময় তারা ইসরাইলি সকল পণ্য বর্জনের আহ্বান জানান।
বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়, যেখানে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে শিবিরের নেতাকর্মীরা বলেন, দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বর হামলা চালাচ্ছে, যার ফলে হাজার হাজার নিরীহ মানুষ শহিদ হয়েছেন। খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ এবং পানিসহ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে ফিলিস্তিনিরা।
তারা আরও বলেন, ইসরাইলের পাশাপাশি তার মিত্র আমেরিকা ও ভারতের বিরুদ্ধেও বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে হবে এবং তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ইসরাইলি পণ্য বর্জনের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।