
ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা বাতিলের দাবিতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বুধবার (১৯ মার্চ) সকাল থেকে শিক্ষার্থীরা দক্ষিণ সুরমার বরইকান্দি ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করে। এরপর তারা মিছিল নিয়ে কাজির বাজার এলাকায় জিতু মিয়ার পয়েন্টে গিয়ে অবস্থান নেয়, এতে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, চার বছর মেয়াদী ডিপ্লোমা শেষ করার পর তারা সরকারি চাকরিতে দশম গ্রেড পেয়ে থাকেন। কিন্তু ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের একই গ্রেডে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত অন্যায্য।
তারা আরও জানান, হাইকোর্টের এই আদেশের ফলে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির সুযোগ কমে যাবে। তাই তারা দ্রুত এই নির্দেশনা বাতিলের আহ্বান জানান, অন্যথায় ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।