• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এবার ঈদে মিলছে দীর্ঘ ছুটি

AMZAD
প্রকাশিত ২০ মার্চ, বৃহস্পতিবার, ২০২৫ ০০:২৮:৪৫
এবার ঈদে মিলছে দীর্ঘ ছুটি

আসন্ন ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটির পাশাপাশি স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটির সুবিধা পাচ্ছেন। সব মিলিয়ে মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহজুড়ে থাকবে ছুটির আবহ।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকারও এ তারিখ ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে। এবারই প্রথমবারের মতো ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

২০২৫ সালের ক্যালেন্ডার অনুযায়ী, ছুটি কার্যত শুরু হচ্ছে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন। এরপর ২৭ মার্চ অফিস খোলা থাকলেও, ২৮ মার্চ শবে কদরের ছুটি রয়েছে।

এরপর ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ঈদের ছুটি থাকবে। ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, পরের দুদিন (৪ ও ৫ এপ্রিল) সাপ্তাহিক ছুটি পড়ছে।

ফলে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র ২ দিন অফিস খোলা থাকবে।

‘নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯’ অনুযায়ী, দুটি সরকারি ছুটির মাঝখানে ছুটি নেওয়ার সুযোগ নেই। অর্থাৎ, ৩ এপ্রিল বা ২৭ মার্চ একদিন ছুটি নিলে কেউ পুরো সময় টানা ছুটি কাটাতে পারবেন না।

তবে, যদি কেউ ৩ এপ্রিলের সঙ্গে ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) ছুটি নেন, তাহলে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি উপভোগ করা সম্ভব।

একইভাবে, ২৭ মার্চের সঙ্গে ২৬ মার্চ ছুটি নিলে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাওয়া যাবে।