• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে ইবনে সিনার সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

AMZAD
প্রকাশিত ২০ মার্চ, বৃহস্পতিবার, ২০২৫ ১৫:৩৫:৪৯
সিলেটে ইবনে সিনার সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

সিলেট নগরের সুবহানীঘাটে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত প্রায় পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, সুবহানীঘাট পয়েন্ট থেকে ধোপাদিঘীরপাড়মুখী সড়কের ওপর ইবনে সিনার দুটি ভবনের সংযোগকারী ওভারব্রিজে স্থাপিত ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ এই স্লোগান ভেসে ওঠে। এটি চলতে থাকায় পথচারীরা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সাইনবোর্ডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।

এ বিষয়ে ইবনে সিনা হাসপাতাল সিলেটের হেড অব বিজনেস ডিপার্টমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক জানান, “সাইনবোর্ডটি সম্প্রতি স্থাপন করা হয়েছে, তবে এখনও সেটি আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি। এটি ঢাকার একটি প্রতিষ্ঠান ইনস্টল করেছে, তাই কীভাবে এই লেখা ভেসে উঠল, তা আমাদের জানা নেই। বৃহস্পতিবার তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখব।”