• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এনসিপির সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, গণতান্ত্রিক পরিবর্তনের আহ্বান

AMZAD
প্রকাশিত ২২ মার্চ, শনিবার, ২০২৫ ১৯:২৭:২১
এনসিপির সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, গণতান্ত্রিক পরিবর্তনের আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশে আগামী দিনে ফ্যাসিবাদবিরোধী একটি নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, নীতিগত আলোচনা হতে পারে, তবে সেই বাংলাদেশে আওয়ামী লীগ রাষ্ট্রের কাঠামোর বাইরে থাকবে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগে বিকেলে এনসিপির ঢাকা মহানগরের আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিভিন্ন স্থানে ষড়যন্ত্র চলছে, যা আমরা সন্দেহের চোখে দেখছি। এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনে সেই গণতান্ত্রিক পরিবেশ কোথায় ছিল?”

তিনি আরও বলেন, “যে দেশে হাজারো শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, শাপলা হত্যাকাণ্ডের বিচার হয়নি, সেখানে আওয়ামী লীগের সঙ্গে কোনো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না।”

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “গত ১৬ বছরে দেশে কত গুম, খুন, হত্যা হয়েছে, কিন্তু আমরা কোনো জেনারেলকে এর প্রতিবাদে পদত্যাগ করতে দেখিনি। আমরা চাই একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবর্তন, যেখানে শুধুমাত্র রাজনীতিবিদরাই রাজনীতি নিয়ন্ত্রণ করবে।”

তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগ পুনর্বাসন করলে আগামী ১০০ বছর ধরে সেই দায় আমাদের বহন করতে হবে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন নিশ্চিত হয়েছে, এবং তারা রাজনীতি করার অধিকার হারিয়েছে।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ভারতীয় দল, যা বাংলাদেশের জন্য সংকট তৈরি করছে।” অন্যদিকে, এনসিপি নেতা মাহিন সরকার আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার দাবি জানান এবং বলেন, “এই দল নাৎসি পার্টির চেয়েও ভয়ঙ্কর, এদেশে তাদের আর রাজনীতির কোনো অধিকার নেই।”