• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

“ফ্যাসিস্টের পুনর্বাসন প্রতিহত করা হবে”

AMZAD
প্রকাশিত ২৩ মার্চ, রবিবার, ২০২৫ ২৩:১৩:২২
“ফ্যাসিস্টের পুনর্বাসন প্রতিহত করা হবে”

 

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, “যে কোনো মূল্যে ফ্যাসিস্টের পুনর্বাসন প্রতিহত করা হবে।”

রবিবার (২৩ মার্চ), বিয়ানীবাজারের চারখাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে দেশের মানুষ তাদের মৌলিক ভোটাধিকার হারিয়েছিল। হাসিনা দেশজুড়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।”

তিনি আরও বলেন, “সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কোনো অবস্থাতেই পতিত ফ্যাসিবাদের দোসরদের ঠাঁই এদেশে হবে না। কেউ তেমন চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারখাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সিপলু আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক অহিদ আহমেদ তালুকদার, আশফাক আহমেদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাজী এম এ মান্নান, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সৈয়দ এমরান আহমেদ প্রমুখ।

এছাড়া উপজেলা ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।