• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় গ্রেপ্তার আখতার জামিনে মুক্ত

AMZAD
প্রকাশিত ২৩ মার্চ, রবিবার, ২০২৫ ২৩:০৮:০৭
সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় গ্রেপ্তার আখতার জামিনে মুক্ত

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট জেলা শাখার আহ্বায়ক আখতার হোসেনকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২৩ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ছগির আহমদ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি জানান, গ্রেপ্তারের পর দুপুরে শুনানি না হওয়ায় আখতার হোসেনকে কারাগারে পাঠানো হয়। বিকেলে শুনানির পর আদালত তার জামিন মঞ্জুর করেন, ফলে মুক্তিতে আর কোনো বাধা নেই।

এর আগে, রোববার ভোরে জালালাবাদ থানা-পুলিশ আখতার হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাকে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব ও লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মহিদ হাসান শান্তর করা মামলায় গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার সিলেট মহানগরের আরামবাগ এলাকার একটি কনভেনশন হলে এনসিপির ইফতার মাহফিলে হাতাহাতি ও সংঘর্ষ হয়। মঞ্চের সামনের আসন ইস্যু এবং বক্তৃতা দেওয়া নিয়ে এনসিপি নেতা-কর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। সাংবাদিকরা ঘটনার ভিডিও ধারণ করলে তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, যার ফলে অনেকে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

সংঘর্ষে আহত হন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মহিদ হাসান শান্ত। ইফতার শেষে আবারও দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা সংঘর্ষে রূপ নেয়।