• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সেনাসদরের প্রতিক্রিয়া

হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’

AMZAD
প্রকাশিত ২৩ মার্চ, রবিবার, ২০২৫ ২৩:১০:০৪
<h6>সেনাসদরের প্রতিক্রিয়া</h6> <h4>হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’</h4>

 

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক বক্তব্যকে ‘সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছে সেনাসদর।

সেনাসদরের বিবৃতিতে বলা হয়েছে, হাসনাতদের আগ্রহেই সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয়েছিল এবং তার সাম্প্রতিক মন্তব্যকে “অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার” হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

১১ মার্চ সেনানিবাসে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেও, হাসনাতের দাবি করা “আওয়ামী লীগের পুনর্বাসনের প্রস্তাব” ও চাপ প্রয়োগের অভিযোগ উড়িয়ে দিয়েছে সেনাসদর।

হাসনাত আব্দুল্লাহ তার এক ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, বৈঠকে তাদেরকে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ মেনে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেনাসদরের বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধান শুধুমাত্র নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে সাধারণ আলোচনা করেছেন এবং এটি কোনো প্রস্তাব বা চাপ প্রয়োগের বিষয় ছিল না।

সেনাসদর আরও জানায়, সেনাপ্রধান দীর্ঘদিন ধরে হাসনাত ও সারজিসকে ছেলের মতো দেখতেন এবং তাদের নতুন রাজনৈতিক পথচলার জন্য শুভকামনা জানিয়েছিলেন।

এই বিতর্কের পর জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী হাসনাতের ফেসবুক পোস্টকে ‘শিষ্টাচারবর্জিত’ বলে মন্তব্য করেছেন।