
সিলেট বিভাগ গণদাবী ফোরাম আসন্ন জাতীয় বাজেটে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, পরিবেশসহ বিভিন্ন খাতে বিশেষ বরাদ্দ প্রদানের মাধ্যমে সিলেটের উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে।
সোমবার (২৪ মার্চ) নগরীর সুরমা ম্যানশনস্থ ফোরামের কার্যালয়ে এক জরুরি সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট।
বক্তারা সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করে আসন্ন ঈদযাত্রা সহজ করতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনের বগি বৃদ্ধি, যাত্রীসেবার মানোন্নয়ন এবং প্রতিদিন দুটি বিশেষ ট্রেন চালুর দাবি জানান। পাশাপাশি সিলেট-ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইট চালুর আহ্বান জানান।
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ বা স্থানান্তরের গুঞ্জনে গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান। এছাড়া, আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, বন্যা প্রতিরোধ ও হাওর অঞ্চলের ফসল রক্ষা বাঁধ দ্রুত নির্মাণের আহ্বান জানান।