হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় তাবলীগ জামাতের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুরের আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জের মো. মারুফ (৩৮)।
পুলিশ জানায়, বাহুবলের চলিতাতলা জামে মসজিদ থেকে আদিত্যপুর মসজিদে যাওয়ার পথে তাদের বহনকারী টমটম গাড়িকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯৪১৮) পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং দুইজন আহত হন।
আহতদের বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।