• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প

AMZAD
প্রকাশিত ২৮ মার্চ, শুক্রবার, ২০২৫ ১৬:২৫:৫২
মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প

দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে মিয়ানমার। দেশটিতে শুক্রবার (২৮ মার্চ) সকালে অল্প সময়ের ব্যবধানে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এই কম্পনের প্রভাবে মিয়ানমার একপাশে থাইল্যান্ড ও অন্যপাশে বাংলাদেশও তীব্র ঝাঁকুনি অনুভব করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রাজধানী শহর নাইপিডো থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী সাগাইং শহরে ১৬ থেকে ১৮ কিলোমিটার ভূ-অভ্যন্তরে এই কম্পনের উৎপত্তি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিয়ানমারে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

তবে থাইল্যান্ডে ক্ষয়ক্ষতির কিছু খবর পাওয়া গেছে। দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে ভূমিকম্প আঘাত হানলে আতঙ্কিত মানুষ রাস্তায় ছোটাছুটি শুরু করে দেন। সুইমিং পুল সম্বলিত দুটি বহুতল ভবনের ছাদ থেকে পানি উপচে পড়ে। আর নির্মাণাধীন আরেকটি বহুতল ভবন ভূমিকম্পের আঘাতে ধসে পড়ে। তবে, এছাড়া আরও মারাত্মক ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, বাংলাদেশে স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে এই ভূমিকম্পের আঘাত রিখটার স্কেলে ছিল ৭ দশমিক ৩। দেশটির আবহাওয়া অধিদফতরের সূত্রে এ খবর জানা গেছে। বাংলাদেশে মারাত্মক কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।