• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা বাংলাদেশের

AMZAD
প্রকাশিত ২৮ মার্চ, শুক্রবার, ২০২৫ ১৬:২২:২৮
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা বাংলাদেশের

মিয়ানমার ইস্যুতে শান্তি আলোচনা ও রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার সমস্যার সমাধানে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে বাংলাদেশ। চীনও এ সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারকে বন্ধুত্বপূর্ণ পরামর্শ ও সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) চীন-বাংলাদেশের যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে এবং দেশটির সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, জলসম্পদ ব্যবস্থাপনা, এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে, বিশেষ করে শিল্পায়ন, ডিজিটাল অর্থনীতি, কৃষি ও ম্যানুফ্যাকচারিং খাতে বিনিয়োগের ক্ষেত্রে। চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করা হবে এবং চীন-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দ্রুত আলোচনা শুরুর ওপর জোর দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চীনের আতিথেয়তার প্রশংসা করেন এবং প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।