• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

AMZAD
প্রকাশিত ২৮ মার্চ, শুক্রবার, ২০২৫ ১৬:২৯:২৯
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হওয়া তামিম ইকবাল এখন অনেকটাই সুস্থ। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

গত সোমবার বিকেএসপিতে ডিপিএল ম্যাচ চলাকালে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তার হার্টে রিং পরানো হয়।

তবে পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা তামিমের দ্রুত সুস্থতা কামনা করছেন, তবে দীর্ঘমেয়াদে তার ফিটনেস ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে বলে মত দিয়েছেন চিকিৎসকরা।