• ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ঈদে কুলাউড়ায় আসছেন জামায়াতের আমির

AMZAD
প্রকাশিত ২৯ মার্চ, শনিবার, ২০২৫ ১৬:২৭:০৬
ঈদে কুলাউড়ায় আসছেন জামায়াতের আমির

মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

ঈদের পরদিন বিকাল ৩টায় কুলাউড়া শহরের ডাকবাংলো মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ এবং ঈদের তাৎপর্য নিয়ে আলোচনা হবে।

জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের উপস্থিতিতে প্রধান অতিথি ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।