• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক ব্যবস্থার কারণে মানুষ দরিদ্র হয় : প্রধান উপদেষ্টা

AMZAD
প্রকাশিত ২৯ মার্চ, শনিবার, ২০২৫ ১৬:১৩:২৫
অর্থনৈতিক ব্যবস্থার কারণে মানুষ দরিদ্র হয় : প্রধান উপদেষ্টা

মানুষ দক্ষতা ও উচ্চাকাঙ্ক্ষার অভাবে নয়, বরং অর্থনৈতিক ব্যবস্থার কারণে দরিদ্র থাকে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দরিদ্রতা ব্যক্তির ব্যর্থতা নয়, এটি একটি ত্রুটিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার ফল।

শনিবার (২৯ মার্চ) বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে তিনি বলেন, “আমাদের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা ধনীদের জন্য সাজানো হয়েছে, গরিবদের জন্য নয়। এটি পরিবর্তন করতে হবে যাতে সবাই সমান সুযোগ পায়।”

তিনি আরও বলেন, “শিক্ষা ব্যবস্থা মানুষকে চাকরির জন্য প্রস্তুত করছে, অথচ মানুষের প্রকৃত পরিচয় হলো উদ্যোক্তা। চাকরি সৃজনশীলতাকে দমন করে এবং মানুষকে নির্ভরশীল করে তোলে।”

বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে নেওয়া সংস্কার কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের লক্ষ্য দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়া। সুশাসন, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “আমাদের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা উচিত, যেন তারা চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।”

প্রফেসর ইউনূসের মতে, অর্থনৈতিক রূপান্তরের জন্য বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।