• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঢাকা-সিলেট মহাসড়কের তিন স্থানে ওয়াচ টাওয়ার

AMZAD
প্রকাশিত ২৯ মার্চ, শনিবার, ২০২৫ ১৬:২৯:০০
ঢাকা-সিলেট মহাসড়কের তিন স্থানে ওয়াচ টাওয়ার

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে তিনটি ওয়াচ টাওয়ার স্থাপন করেছে জেলা পুলিশ। সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর, শিল্পাঞ্চল অলিপুর ও শায়েস্তাগঞ্জে এসব টাওয়ার বসানো হয়েছে, যেখান থেকে মহাসড়কের যানবাহন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান জানান, ঈদ উপলক্ষে মহাসড়কে যানজট ও অপরাধ প্রবণতা বাড়তে পারে, তাই এই ওয়াচ টাওয়ারগুলো বসানো হয়েছে। এগুলো থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যানজটের কারণ শনাক্ত করে দ্রুত সমাধান দিতে পারবেন।

তিনি আরও বলেন, ওয়াচ টাওয়ারের মাধ্যমে ছিনতাইসহ অন্যান্য অপরাধ সহজেই নজরে আসবে। মহাসড়কে চলাচলকারী মাইক্রোবাস চালকদের পুলিশের নম্বর দেওয়া হয়েছে, যাতে তারা যেকোনো সমস্যায় তাৎক্ষণিক যোগাযোগ করতে পারেন। পুলিশের লক্ষ্য—সব মানুষ যেন নিরাপদে ঘরে ফিরতে পারেন।