মৌলভীবাজার, রাঙ্গামাটি, বরিশাল, পটুয়াখালীসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু জায়গায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার ও মঙ্গলবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।