• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাআত শাহী ঈদগাহে

AMZAD
প্রকাশিত ৩০ মার্চ, রবিবার, ২০২৫ ১৬:৫৪:০৪
<h6>চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ</h6> <h4>সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাআত শাহী ঈদগাহে</h4>

সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাআত অনুষ্ঠিত হবে শাহী ঈদগাহ ময়দানে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও প্রশাসন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ঈদগাহ পরিচ্ছন্ন ও সংস্কার শেষ হয়েছে, নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

রোববার (৩০ মার্চ) দুপুরে শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও পুলিশ কমিশনার মো. রেজাউল করিম। তারা জানিয়েছেন, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন, প্রবেশপথে তল্লাশি, চেকপোস্ট ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সাদা পোশাকেও থাকবে গোয়েন্দা নজরদারি।

ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জামাআত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুশতাক আহমদ খাঁন। খুতবা ও মুনাজাত পরিচালনা করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (বরুণী)। লক্ষাধিক মুসল্লির সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।

গরমের কারণে মুসল্লিদের সুবিধার্থে প্রবেশপথে পানির ব্যবস্থাও রাখা হবে বলে জানিয়েছেন সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। নিরাপত্তায় র‍্যাব-৯ এর একাধিক ইউনিটও কাজ করছে।