• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে চার আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতার বাসায় হামলা

AMZAD
প্রকাশিত ০৩ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৫ ১৩:৫৭:৪৩
সিলেটে চার আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতার বাসায় হামলা

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুই কাউন্সিলরসহ মোট চার আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার বাসায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ৭ ও ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরদের বাসায় এ হামলা চালানো হয়।

জানা গেছে, নগরীর মেজরটিলা এলাকায় ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রুহেল আহমদের বাসায় হামলা হয়। হামলার সময় বাসায় তার মা ও বোন উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। একই সময়ে ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায়ও হামলা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, আফতাব হোসেন খানের বাসায় হামলার খবর পাওয়া গেছে, তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল জানান, রুহেল আহমদের বাসায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, তবে এখনো কোনো অভিযোগ থানায় জমা পড়েনি।

এছাড়া, একই সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তাদের বাসার বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেছেন।

একই সময়ে সিলেটের চারজন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার বাসায় হামলার ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে।