
টানা ৯ দিনের ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তর। ব্যাংক, বীমা ও আদালতও চালু হবে একই দিনে। যদিও অনেক বেসরকারি অফিস ইতোমধ্যে খুলে গেছে। সরকারি অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
ঈদের ছুটির পর রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফেরা যাত্রা ছিল এবার অপেক্ষাকৃত স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন। সরকারি চাকরিজীবীরা ২৮ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া ঈদের ছুটিতে সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে পাওয়া অতিরিক্ত ছুটি মিলিয়ে মোট ৯ দিনের অবকাশ উপভোগ করেছেন। শনিবার (৫ এপ্রিল) ছিল ছুটির আনুষ্ঠানিক শেষ দিন।
প্রথম থেকেই ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি ও ২৭ মার্চের কার্যত অকার্যকর কর্মদিবসের ফলে অনেকেই ছুটি শুরু করেন আরও আগে থেকেই। ২০ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটি অনুমোদনের পর এ বছরের ঈদুল ফিতরের ছুটি আরও দীর্ঘ হয়।
চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। সরকার ঘোষিত সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি ছিল ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত। এভাবে সরকারিভাবে সর্বমোট ৯ দিনের ছুটি পান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
ছুটির শেষ দিকে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চঘাটে দেখা গেছে উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী বাস ও লঞ্চগুলো ছিল যাত্রীতে পরিপূর্ণ। ঈদের আমেজ এখনও যাত্রীদের চোখেমুখে স্পষ্ট। কেউ কর্মস্থলে সরাসরি ফিরছেন, কেউবা ঘরে গিয়ে তৈরি হচ্ছেন আগামী দিনের কাজের জন্য।
অনেক যাত্রী ভাড়াবৃদ্ধির অভিযোগ করলেও পরিবহন কর্তৃপক্ষ বলছে, ঈদের শেষ দিনে যাত্রীর চাপ সবচেয়ে বেশি হওয়ায় প্রতিটি ট্রিপই ছিল পূর্ণ। ঢাকায় ফিরে আসার এই ধারা রবিবার থেকে আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।