• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঈদের আট দিনে ১১০টি সড়ক দুর্ঘটনায় নিহত ১৩২

AMZAD
প্রকাশিত ০৬ এপ্রিল, রবিবার, ২০২৫ ১৫:৩৭:০৪
ঈদের আট দিনে ১১০টি সড়ক দুর্ঘটনায় নিহত ১৩২

এবারের ঈদুল ফিতরের আট দিনের ছুটিতে (২৮ মার্চ থেকে ৪ এপ্রিল) সারা দেশে ১১০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩২ জন এবং আহত হয়েছেন ২০৮ জন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ২৭টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩২ জনের, আহত হয়েছেন ৮৪ জন।

বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ঈদের দিন ৩১ মার্চ ছিল সবচেয়ে দুর্ঘটনাপূর্ণ। ওইদিন ১৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হন। ঈদের পরদিন ১ এপ্রিল সড়কে মৃত্যু হয় ১৯ জনের, আর ২ এপ্রিল মারা যান আরও ২২ জন।

ঢাকা বিভাগের পর সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে, যেখানে নিহত হয়েছেন ৩১ জন। এরপর রয়েছে খুলনা বিভাগ (২৩ জন), রাজশাহী (১৪ জন), রংপুর (১১ জন) ও ময়মনসিংহ বিভাগ (১০ জন)। সবচেয়ে কম প্রাণহানি ঘটেছে সিলেট ও বরিশাল বিভাগে, যথাক্রমে ৫ ও ৬ জন।

দুর্ঘটনার সংখ্যার দিক থেকেও ঢাকা বিভাগ এগিয়ে রয়েছে। এরপর খুলনায় ১৯টি, চট্টগ্রামে ১৭টি, রাজশাহী ও রংপুরে ১৪টি করে, বরিশাল ও ময়মনসিংহে ৭টি করে এবং সিলেটে ৫টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে।