• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক

AMZAD
প্রকাশিত ০৬ এপ্রিল, রবিবার, ২০২৫ ১৯:২৪:২৫
গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক

 

গাজায় চলমান ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুই সংগঠন—নিউ ইয়র্ক হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টর্স অ্যাগেইনস্ট জেনোসাইড। এই ধর্মঘটের অংশ হিসেবে আগামী সোমবার (৭ এপ্রিল) নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে স্থানীয় কর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ জানাবেন।

হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন তাদের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে জানিয়েছে, “গাজায় চলমান গণহত্যা বন্ধে আমরা বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানাচ্ছি। এই আন্দোলনকে সফল করতে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলগুলো বন্ধ থাকবে। এখনই পদক্ষেপ নেওয়ার সময়।”

বিশ্ব স্বাস্থ্য দিবসকে সামনে রেখে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, “এই দিনে যখন বিশ্ব মাতৃ ও নবজাতক স্বাস্থ্য নিয়ে সচেতন, গাজার মানুষ বেঁচে থাকার ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত। মার্কিন বোমার আঘাতে হাসপাতালগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অসংখ্য মা ও শিশু চিকিৎসার অভাবে কিংবা সরাসরি বিস্ফোরণের শিকার হয়ে মারা যাচ্ছে।”

এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন যুক্তরাষ্ট্র সফর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সোমবার তার ওয়াশিংটন যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন শুল্কনীতি ও ইরান-হামাস ইস্যুতে বৈঠক করবেন।

নেতানিয়াহুর এই সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, “যে নেতাকে আন্তর্জাতিক অপরাধ আদালত ফেরারি যুদ্ধাপরাধী ঘোষণা করেছে, তাকেই হোয়াইট হাউজে বৈঠকে স্বাগত জানানো হচ্ছে।”

বিবৃতির শেষাংশে বিশ্বজুড়ে মানুষকে ধর্মঘটে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়:
“গাজার জন্য ন্যায়বিচার চাই। জায়নবাদী যুদ্ধাপরাধ বন্ধ করতে হবে। মার্কিন সহযোগিতা বন্ধ করুন এবং দায়ী সবাইকে জবাবদিহির আওতায় আনুন। একটি পুরো জনগোষ্ঠী যখন অনাহারে ভুগে এবং বোমার আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তখন চুপ করে বসে থাকা কোনো বিকল্প নয়। রাস্তায় নামুন, আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন!”