
সিলেটের শেখঘাট এলাকায় মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় লাবিবা তানহা (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
রোববার সকালে সরকারি কলোনির বিপরীত গলির একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার লাবিবার মা তার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেন এবং কিছু সময়ের জন্য তাকে বাথরুমে আটকে রাখেন। পরে তার বোন দরজা খুলে দেয়।
রোববার সকালে পরিবারের সদস্যরা বাসার একটি লোহার পাইপে টেলিফোনের তার দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাবিবাকে দেখতে পান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোন ব্যবহার করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়ে লাবিবা আত্মহত্যার পথ বেছে নেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।