• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে ঈদের জামাত নিয়ে বিরোধ:

মামলার প্রধান আসামি গ্রেফতার

AMZAD
প্রকাশিত ০৬ এপ্রিল, রবিবার, ২০২৫ ১৫:৩২:৩২
<h6>হবিগঞ্জে ঈদের জামাত নিয়ে বিরোধ:</h6> <h4>মামলার প্রধান আসামি গ্রেফতার</h4>

হবিগঞ্জে ঈদের জামাত আয়োজনে বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন কাজী মোজাহিদ, তিনি নবীগঞ্জ উপজেলার সদরঘাট এলাকার কাজী সুন্দর আলীর ছেলে।

র‌্যাব জানায়, রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার হোসেনপুর ইউনিয়নের মধ্যপাড়া চেঙ্গামুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, গত ২৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে ঈদগাহে জামাত পড়া নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হন আব্দুল কাইয়ুম (৫০)।

ঘটনাটি ঘটে সদরঘাট গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে। নিহত কাইয়ুম নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মজিদের ছেলে।