• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তীব্র নিন্দা প্রকাশ

AMZAD
প্রকাশিত ০৭ এপ্রিল, সোমবার, ২০২৫ ১৯:৪৭:৫১
গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তীব্র নিন্দা প্রকাশ

গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক হামলা, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অবস্থান প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সরকার গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়। যুদ্ধবিরতি একতরফাভাবে লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের সামরিক আক্রমণে বহু নিরীহ ফিলিস্তিনি, বিশেষ করে নারী ও শিশু নিহত হয়েছেন। একইসঙ্গে, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করে একটি ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে ইসরায়েল।”

বাংলাদেশ সরকার আরও জানায়, “ইসরায়েলি বাহিনী গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন চালাচ্ছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ এর তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধের দাবি জানায়।”

পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়, যেন তারা অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করে এবং গাজায় মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর পথ সুগম করে।

বাংলাদেশ সরকার ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার, আত্মনিয়ন্ত্রণ এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞপ্তির শেষাংশে, বাংলাদেশ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আলোচনার টেবিলে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দেয় এবং কূটনীতি ও সংলাপের মাধ্যমে সংকটের সমাধানে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়।