• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের সময়সীমা দিল সৌদি সরকার

AMZAD
প্রকাশিত ০৮ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ১৬:৩৪:৩৭
ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের সময়সীমা দিল সৌদি সরকার

ওমরাহ পালনের পর সৌদি আরব ত্যাগের জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে সৌদি সরকার। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি ওমরাহ যাত্রীদের আগামী ২৯ এপ্রিল (হিজরি জিলকদ ১) তারিখের মধ্যে দেশ ছাড়তে হবে। নির্ধারিত সময়ের পর সৌদিতে অবস্থান করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং যাত্রীদের পাশাপাশি সংশ্লিষ্ট এজেন্সিকেও শাস্তির মুখে পড়তে হতে পারে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ১৩ এপ্রিল (শাওয়াল ১৫) পর্যন্ত ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে। এরপর আর নতুন করে কেউ ওমরাহ পালনের উদ্দেশ্যে প্রবেশ করতে পারবেন না।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২৯ এপ্রিল থেকে হজ সংক্রান্ত কার্যক্রম শুরু হবে, তাই ওমরাহ পালনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করা আবশ্যক।

সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, যদি কোনো ওমরাহ এজেন্সি যাত্রীদের নির্ধারিত সময়মতো প্রস্থানের তথ্য কর্তৃপক্ষকে না জানায়, তাহলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা ও আইনি ব্যবস্থার সম্মুখীন হতে পারে। অপরদিকে, যাত্রীরাও ভিসা শর্ত ভঙ্গের দায়ে শাস্তির আওতায় পড়বেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে এ নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং বলেছে, “হজ মৌসুম নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে সকলের সহযোগিতা জরুরি।”