• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসরাইলবিরোধী বিক্ষোভে হামলা-লুটপাট

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে সিলেট জামায়াত নেতৃবৃন্দ

AMZAD
প্রকাশিত ০৮ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ২২:১৭:৪২
<h6>ইসরাইলবিরোধী বিক্ষোভে হামলা-লুটপাট</h6> <h4>ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে সিলেট জামায়াত নেতৃবৃন্দ</h4>

 

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের সময় দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে তারা বন্দরবাজার এলাকার বাটা সু স্টোর, বনফুল, পিউরিয়া, এবং মিরবক্সটুলার হোটেল রয়েল মার্কসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে যান এবং ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান।

জামায়াত নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই হামলাকারীরা কখনোই তৌহিদী জনতা হতে পারে না, এদের একটাই পরিচয়—তারা দুর্বৃত্ত।” তারা আরও বলেন, এসব হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, ব্যবসায়ী নুরুল আলম, নিয়াজ মো. আজিজুল করিম, নজরুল ইসলাম, পারভেজ আহমদ প্রমুখ।

জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, “ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সংঘটিত এ ধ্বংসযজ্ঞ অত্যন্ত দুঃখজনক। ইসলাম কখনোই সহিংসতা বা লুটপাটকে সমর্থন করে না। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই—সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দ্রুত জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনুন।”

তিনি এটাও আশঙ্কা প্রকাশ করেন যে, “রাজনৈতিক উদ্দেশ্যে হামলাকারীরা পরিকল্পিতভাবে এমন অরাজকতা সৃষ্টি করে সরকারের ও আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।”

জামায়াত নেতারা প্রশাসনের কাছে জোর দাবি জানান, দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।