• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সিলেটে বাম জোটের মানববন্ধন ও বিক্ষোভ

AMZAD
প্রকাশিত ০৮ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ২২:৫২:১৩
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সিলেটে বাম জোটের মানববন্ধন ও বিক্ষোভ

 

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ ও সাম্যবাদী আন্দোলনের সিলেট জেলা শাখা।

৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ এবং সঞ্চালনায় ছিলেন বাসদের জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।

মানববন্ধনে বক্তব্য রাখেন—সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট মহীতোষ দেব মলয়, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হরিধন দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামছুল বাসিত শেরো, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, চা শ্রমিক অধিকার আন্দোলনের হৃদেশ মোদি, উদীচীর রতন দেব, ছাত্রনেতা মনীষা ওয়াহিদ, পিনাক রঞ্জন দাস, বিশ্বজিৎ শীল, সারফরাজ সারোয়ারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ১৯৪৮ সালে সাম্রাজ্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতায় ‘ইসরায়েল’ নামে একটি কৃত্রিম সামরিক রাষ্ট্র গঠিত হয়, যা ধাপে ধাপে ফিলিস্তিনের ভূমি দখল করে বর্তমানে ২২ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। গাজার অর্ধেক ভূখণ্ড ইতোমধ্যেই দখল করেছে ইসরায়েল। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত ও ১ লক্ষ ১৫ হাজার আহত হয়েছেন, যার অর্ধেকই নারী ও শিশু।

বক্তারা এই হামলাকে মুসলিম বনাম ইহুদি নয়, বরং মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলি জায়নবাদের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের স্বাধীনতার সংগ্রাম বলে উল্লেখ করেন। একইসঙ্গে তারা মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম দেশের নীরবতা ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেন।

বক্তারা সোমবার ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বের হওয়া মিছিল থেকে সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সমাবেশে নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান—ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ও তার মদদদাতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নেওয়ার।