• ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নববর্ষে সারা দেশে বাড়তি নিরাপত্তা থাকবে

AMZAD
প্রকাশিত ০৮ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ১৬:২৫:৩৮
নববর্ষে সারা দেশে বাড়তি নিরাপত্তা থাকবে

বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা সহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নিরাপত্তা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য যা যা করা দরকার সবই করা হচ্ছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আপনারা যতটুকু সন্তুষ্ট, আমিও ততটুকুই।”

বাটাসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের দোকানে সাম্প্রতিক ভাঙচুরের প্রেক্ষিতে নিরাপত্তা বাড়ানো হবে কিনা— এমন প্রশ্নে তিনি বলেন, “সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করাই আমার দায়িত্ব। যারা এসব ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও। নববর্ষের শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ থাকবে কিনা— এ বিষয়ে তিনি বলেন, “এই সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১০ এপ্রিল তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। আজকের সভায় এ নিয়ে কোনো আলোচনা হয়নি।”

তিনি আরও জানান, বাংলা নববর্ষের এবারের আয়োজনে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন মেলায় বাঙালির পাশাপাশি ২৬টি জাতিগোষ্ঠী অংশ নেবে বলেও উল্লেখ করেন তিনি।