• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক

AMZAD
প্রকাশিত ০৯ এপ্রিল, বুধবার, ২০২৫ ১২:৩০:০১
গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক

গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী টানা হামলা চালিয়েছে। এতে মঙ্গলবার (৮ এপ্রিল) অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। আহতদের অনেককেই উদ্ধার করে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।

বুধবার (৯ এপ্রিল) গাজার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত ছিল। এর ফলে ব্যাপক প্রাণহানি ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সর্বশেষ এই হামলাগুলোর ফলে ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫০,৮১০ জনে এবং আহত হয়েছেন ১,১৫,৬৮৮ জন।

তবে গাজার সরকারি মিডিয়া অফিসের ভিন্ন তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৬১,৭০০ জনের বেশি হতে পারে। তাদের দাবি, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং উদ্ধার সম্ভব না হওয়ায় অনেককে নিখোঁজ হিসেবে ধরে তালিকাভুক্ত করা হয়েছে, যাদের সবাইকেই মৃত বলে বিবেচনা করা হচ্ছে।

এর আগে সোমবার (৭ এপ্রিল) আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হন এবং ওই দিনও শতাধিক আহত হন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের অভিযান চলছে। ইসরায়েল দাবি করেছে, ওই হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত এবং প্রায় ২৫০ জন জিম্মি হয়েছিলেন।