ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পতাকা উত্তোলন ও সংহতি সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা, নারী-শিশু হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার ও সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সভাপতি তারেক মনোয়ার বলেন, “ইউরোপ থেকে আসা দখলদার ইহুদি ইসরায়েলিরা স্বাধীন ফিলিস্তিনের মাটিতে জুড়ে বসে নির্বিচারে হত্যা চালাচ্ছে। তারা আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘন করে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করেছে। আমরা এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাই।”
তিনি আরও বলেন, “মুসলমানরা একটি দেহের মতো। দেহের কোথাও আঘাত পেলে পুরো দেহ কষ্ট পায়। গাজায় যে বর্বরতা চলছে, তা সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। সময় আসবে, হয়তো পৃথিবীতে ইসরায়েলের কোনো নাম-নিশানা থাকবে না।”
সমাবেশ শেষে নেতাকর্মীরা বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি, ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং তাদের পণ্য বর্জনের আহ্বান জানান।