• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে ইসরায়েলি পণ্য বিক্রি করবে না ফিজা ও বনফুল

AMZAD
প্রকাশিত ০৯ এপ্রিল, বুধবার, ২০২৫ ১৬:৪০:০১
সিলেটে ইসরায়েলি পণ্য বিক্রি করবে না ফিজা ও বনফুল

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জানিয়ে সিলেটের দুটি জনপ্রিয় খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান — ফিজা অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেড এবং বনফুল অ্যান্ড কোম্পানি — ঘোষণা দিয়েছে, তারা তাদের কোনো শোরুমে ইসরায়েলি পণ্য বিক্রি করবে না।

দুটি প্রতিষ্ঠানই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। ফিজার জেনারেল ম্যানেজার ইতেসাম মাবরুর এবং বনফুলের মহাব্যবস্থাপক আমানুল আলম জানান, ইসরায়েলের হাতে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিজা কর্তৃপক্ষ তাদের বিজ্ঞপ্তিতে জানায়, কোকাকোলা ও পেপসিসহ সব ধরণের ইসরায়েলি পণ্য তাদের শোরুম থেকে সরিয়ে ফেলা হচ্ছে এবং বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই এসব কোমল পানীয় তুলে ফেলা হয়েছে এবং পর্যায়ক্রমে সব ধরনের বিকল্প পণ্য যুক্ত করে নিষিদ্ধ পণ্য পুরোপুরি প্রত্যাহার করা হবে।

অন্যদিকে, বনফুলের পক্ষ থেকে জানানো হয়, সোমবার থেকে কোক, পেপসি সহ কোনো ইসরায়েলি পণ্য আর তাদের শোরুমে প্রদর্শন, বিক্রি বা সংরক্ষণ করা হবে না। মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে নেওয়া এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।