
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং নিয়ন্ত্রণে তৎপরতা আরও বাড়ছে। তিনি বলেন, “রাস্তা থেকে সাধারণ মানুষ আমাকে বলছে— আপনারা আরও পাঁচ বছর থাকেন।”
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সফরের অংশ হিসেবে শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে এক প্রশ্নে তিনি জানান, “ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে অপরাধীদের ফেরত আনার বিষয়ে। সেই চুক্তির মাধ্যমেই হয়তো তাকে ফেরত আনা সম্ভব হবে। তবে ভারতের সঙ্গে আমাদের কোনো ধরনের সংঘাতের আশঙ্কা নেই।”
তিনি আরও বলেন, “যারা অপরাধে জড়াচ্ছেন, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ভবিষ্যতেও এমনটি চলবে। কিছু আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল, তা উদ্ধারের চেষ্টা চলছে। অস্ত্র উদ্ধার হলে পরিস্থিতি আরও ভালো হবে। এতে স্থানীয় জনগণেরও ভূমিকা রাখতে হবে।”
কৃষির প্রসঙ্গে তিনি জানান, “সুনামগঞ্জে অনেক পতিত জমি রয়েছে, যেগুলো কৃষিকাজে ব্যবহার করা সম্ভব। এ লক্ষ্যেই ৫০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।”
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ এবং শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা প্রমুখ।