• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ওসমানীনগড়ে মেছো বাঘকে পিটিয়ে হত্যা করলো এলাকাবাসী

AMZAD
প্রকাশিত ১১ এপ্রিল, শুক্রবার, ২০২৫ ১৫:৪০:৪৭
ওসমানীনগড়ে মেছো বাঘকে পিটিয়ে হত্যা করলো এলাকাবাসী

সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এরইমধ্যে মেছোবাঘটিকে পিটিয়ে হত্যার একটি ভিডিও স্থানীয় একজন সামাজিক যোগযোগমাধ্যমে প্রকাশ করেছে। পরে পরিবেশকর্মী আব্দুল করিম কিম ভিডিওটি শেয়ার দিয়ে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন।

ভিডিওতে দেখা যায়, মেছোবাঘটি আলমপুর এলাকায় একটি ড্রেনের মধ্যে পড়ে যায়। তখন ওই প্রাণীটিকে ঘিরে ধরে স্থানীয় মানুষজন। সবাই হাতে লোহার রড ও লাঠি নিয়ে ড্রেনের ভেতরই মারতে শুরু করেন। একপর্যায়ে মেছো বাঘটিকে দড়ি দিয়ে বেঁধে ড্রেন থেকে তোলা হয়। পরে পাশের একটি খালি জায়গায় ফেলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। শিশু থেকে বৃদ্ধ প্রায় সব বয়সের মানুষ মিলে এতে অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে আমি ওই এলাকায় পুলিশ সদস্যদের পাঠাই। কিন্তু তারা যাওয়ার আগেই মেছোবাঘটিকে মেরে ফেলে স্থানীয়রা।