• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে আছে এবং থাকবে : খন্দকার মুক্তাদির

AMZAD
প্রকাশিত ১১ এপ্রিল, শুক্রবার, ২০২৫ ১২:৫৩:২৫
বিএনপি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে আছে এবং থাকবে : খন্দকার মুক্তাদির

 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইসরায়েলের বর্বরোচিত হামলায় গাজা ও রাফা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। শিশুদের নির্মম মৃত্যু, মানবাধিকার লঙ্ঘন, ও ন্যূনতম জীবনযাপনের উপকরণ থেকে বঞ্চিত হওয়া আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করছে। এ অবস্থায় বিশ্ববাসীকে মানবিক মূল্যবোধে ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যা বন্ধে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, ফিলিস্তিন ইস্যু এখন আর শুধু একটি আঞ্চলিক সংকট নয়, বরং বৈশ্বিক মানবিক সংকটে পরিণত হয়েছে। এর স্থায়ী সমাধান সম্মিলিত আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব। বিএনপি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে আছে এবং থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জেরুজালেম মুক্তকরণে গঠিত ইসলামী সংগঠনের তিন সদস্যবিশিষ্ট কমিটির একজন।

তিনি আরও আহ্বান জানান, আন্তর্জাতিক মহল যেন গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহে বাধা প্রত্যাহার করে এবং বেসামরিক মানুষের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়। এই বিষয়ে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে সব রাষ্ট্রের সমন্বয়ে বৈশ্বিক ফোরামে উদ্যোগ গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দেশব্যাপী গাজা ও রাফায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিএনপির ডাকা কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি প্রতিবাদ ও সংহতি র‍্যালি বের হয়। র‍্যালিটি আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খন্দকার আব্দুল মুক্তাদির।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, গাজায় অসংখ্য শিশু অনাথ হয়ে পড়েছে, খাবার ও পানির অভাবে মানুষ মানবেতর জীবন যাপন করছে। অথচ বিশ্ব আজ এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে নির্বিকার। তিনি বলেন, এখনই সময় বিশ্ব বিবেককে জাগিয়ে তোলা ও ফিলিস্তিনিদের মাতৃভূমির অধিকার প্রতিষ্ঠার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার।

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, রাফা ও গাজায় ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ কেউই রেহাই পাচ্ছে না। একের পর এক বোমা হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে বসতি, হাসপাতাল, মসজিদ। তিনি বলেন, এখন সময় ঐক্যবদ্ধ হয়ে বিশ্বব্যাপী প্রতিবাদ গড়ে তোলা।

এ সময় সিলেট মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এই কর্মসূচির মাধ্যমে বিএনপি সিলেটে আবারও জানিয়ে দিল যে, ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের প্রতি তাদের সমর্থন অবিচল এবং বিশ্ব বিবেককে জাগিয়ে তুলতে তারা মাঠে থাকবে।